জানা গেছে, প্রোগ্রামিং ইন্টারফেসে সমস্যা হয়েছিল। এতে বহু ব্যবহারকারী নিজেদের করা টুইট দেখতে পারছিলেন না। গত কয়েকদিন যাবৎ এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মধ্য রাতে সেই সমস্যা বড় আকার নেয়।
বিশেষ করে ভারতের বড় শহরগুলোতে টুইটার টুইটার ব্যবহারকারীদের সমস্যার মুখে পড়তে হয়। একই সমস্যা হয় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলের একাধিক শহরেও।
আরও পড়ুন: যেভাবে এলো ‘গুগল ডুডল’
কতজন ব্যবহারকারী এই সমস্যার মুখে পড়েন তা সঠিকভাবে জানা যায়নি। তবে প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে মোট ৪৮ হাজার ব্যবহারকারী এ সমস্যার মুখে পড়েন। যদিও ইতোমধ্যেই সেই সমস্যা মিটে গেছে। আপাতত টুইটার পরিষেবা ঠিক আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া টুইটারে পোস্ট করে সে কথা জানিয়েছেন ব্যবহারকারীরাও।
আরও পড়ুন: কেন অ্যাপল ওয়াচের নাম আই ওয়াচ হয়নি
টুইটারের পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়েছিল। তবে তা সমাধান করা গেছে। ব্যবহারকারীর অসুবিধার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
Tags:
টেক নিউজ
