ঘর পাওয়া জন্য কি কি করতে হবে?
যে ভাবে আবেদন লিখবেন- নমুনা টি কপি করে নাম ঠিকানা পরিবর্তন করবেন।
বরাবর,
উপজেলা নির্বাহী অফিসার,
নবাবগঞ্জ, দিনাজপুর।
বিষয়ঃ ভূমিহীন ব্যক্তি হওয়ায় সরকারী ঘর বরাদ্দ পাওয়ার জন্য আবেদন।
জনাব,
যথাবিনীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি (১) মোঃ মোফাজ্জল, জাতীয়পরিচিতি নং-১৯৬৮২৭১৬৯৪৩৫১১০৮৩, পিতা- মৃত: গাজী মন্ডল, মাতা- মৃত- নমিছা বেগম, (২) মোছাঃ সইদা, জাতীয়পরিচিতি নং-১৯৭৮২৭১৬৯৪৩৫১১০৮২, স্বামী- মোঃ মোফাজ্জল, মাতা- মোছাঃ সালেহা, সাং- থলশাগাড়ী (হরিপুর), ডাকঘরঃ ইসলামপুর, উপজেলাঃ নবাবগঞ্জ, জেলাঃ দিনাজপুর। আমি ০৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি হত দরিদ্র ও ভূমিহীন ব্যক্তি হইতেছি। আমার সহা সম্বল বলতে কিছু নাই পরিবারের সদ্যদের নিয়ে অতিকষ্ঠে দিনাতিপাত করিতেছি । এমতাবস্থায়, একখানা সরকারী ঘর বরাদ্দ পাইলে পরিবারের লোকজন কে লইয়া সুখে শান্তিতে বসবাস করিতে পারিব।
বিধায় প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়াদি সু-বিবেচনাপূর্বক একখানা সরকারী ঘর বরাদ্দ পাইবার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করিতে জনাবেব মর্জি হয়।
নিবেদক