MrJazsohanisharma

আশ্রয়ণ-২ প্রকল্পে সরকারি ঘর পাওয়ার জন্য আবেদনপত্র যেভাবে লিখবেন।

government-house


আপনারা জানেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবার জন্য বাসস্থান নির্মানের ঘোষনা দিছেয়েন। ইতোপূর্বে সারা বাংলাদেশে ৪০০০ চার হাজার পরিবার পূর্ণর্বাসন করার সিন্ধান্ত থাকলেও বর্তমানে পূর্ণবাসযোগ্য পরিবারের সংখ্যা বহুগুন বৃদ্ধি পাওয়া পুনর্বাসনের নীতিমালা সংশোধন করা হয়। এই সব প্রকল্পের আওতায় ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল মানুষদের ০৩ শতক জমির উপরে পাকা বাড়ী করে দেওয়া হচ্ছে।

এই ঘর পাওয়ার যোগ্য কারাঃ দুঃস্থ অসহায় মুক্তিযোদ্ধা, বিধবা মহিলা, স্বামী পরিত্যক্ত মহিলা, শারীরিকভাবে পঙ্গু এ আয় উপার্জনে অক্ষম, অতি বাধর্ক্য এবং পরিবারের আয় উপার্জনক্ষম সদস্য নেই এমন ব্যক্তি ।

ঘর পাওয়া জন্য কি কি করতে হবে?

আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়ার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরাবর একটি আবেদন করতে হবে । আবেদনের সংঙ্গে চেয়ারম্যান কৃর্তক ভূমিহীন সনদ ও দুই কপি ছবিসহ নিম্নলিখিত আবেদনটি সংযুক্ত করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অথবা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করতে হবে ।

যে ভাবে আবেদন লিখবেন- নমুনা টি কপি করে নাম ঠিকানা পরিবর্তন করবেন।

বরাবর,

উপজেলা নির্বাহী অফিসার,

নবাবগঞ্জ, দিনাজপুর।

 

বিষয়ঃ ভূমিহীন ব্যক্তি হওয়ায় সরকারী ঘর বরাদ্দ পাওয়ার জন্য আবেদন।

 

জনাব,

            যথাবিনীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি (১) মোঃ মোফাজ্জল, জাতীয়পরিচিতি নং-১৯৬৮২৭১৬৯৪৩৫১১০৮৩, পিতা- মৃত: গাজী মন্ডল, মাতা- মৃত- নমিছা বেগম, (২) মোছাঃ সইদা, জাতীয়পরিচিতি নং-১৯৭৮২৭১৬৯৪৩৫১১০৮২, স্বামী- মোঃ মোফাজ্জল, মাতা- মোছাঃ সালেহা, সাং- থলশাগাড়ী (হরিপুর), ডাকঘরঃ ইসলামপুর, উপজেলাঃ নবাবগঞ্জ, জেলাঃ দিনাজপুর। আমি ০৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি হত দরিদ্র ও ভূমিহীন ব্যক্তি হইতেছি। আমার সহা সম্বল বলতে কিছু নাই পরিবারের সদ্যদের নিয়ে অতিকষ্ঠে দিনাতিপাত করিতেছি । এমতাবস্থায়, একখানা সরকারী ঘর বরাদ্দ পাইলে পরিবারের লোকজন কে লইয়া সুখে শান্তিতে বসবাস করিতে পারিব।

 

বিধায় প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়াদি সু-বিবেচনাপূর্বক একখানা সরকারী ঘর বরাদ্দ পাইবার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করিতে জনাবেব মর্জি হয়।

 

নিবেদক

Shohoz- লার্নিং

Shohoz- লার্নিং: বাংলাদেশের অন্যতম অফিসিয়াল নিউজ পোর্টাল; শিক্ষা, চাকুরি, ব্যবসা-বানিজ্য আর প্রযুক্তি বিষয়ক সকল সমস্যার সমাধান পেতে আমাদের সঙ্গেই থাকুন।

Post a Comment

Previous Post Next Post