ফেসবুকের পর হোয়াটসঅ্যাপেও চালু হচ্ছে আকর্ষণীয় ফিচার

ফেসবুকের পর হোয়াটসঅ্যাপেও চালু হচ্ছে আকর্ষণীয় ফিচার

ফেসবুকের পর এবার আকর্ষণীয় ফিচার এনে ইউজারদের রীতিমতো চমকে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই অ্যাপে তথ্যের গোপনীয়তা নিয়ে মাঝে প্রশ্ন উঠলেও সেসব বিতর্ক আপাতত অতীত। রেসের ঘোড়ার মতোই অন্য সব মেসেজিং অ্যাপকে পেছনে ফেলে এগিয়ে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার নাকি আরও একটি ফিচার যুক্ত হতে চলেছে এই অ্যাপে।

জনপ্রিয় এই অ্যাপটিতে ফেসবুকের মতোই প্রোফাইলে কভার ছবি সেট করা যাবে। ইতোমধ্যেই নাকি ফিচারটি নিয়ে কাজও শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। তবে এটি প্রথমে ভাবা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের জন্য। অর্থাৎ, কার্যক্ষেত্রে যেসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা হয়, তাতেই কভার ছবি সেট করা যাবে।


হোয়াটসঅ্যাপের ক্যাটালগকে আরও আকর্ষণীয় করতেই এমন ভাবনা। অর্থাৎ, কোনো সংস্থা কভারে নিজের কোম্পানির নাম, লোগো ইত্যাদি ব্যবহারের সুবিধা পাবে। এই ফিচার যুক্ত হলে বিজনেস অ্যাকাউন্টের সেটিংসও খানিকটা বদলে যাবে, যা একটি সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে।

তবে এখানেই শেষ নয়। অ্যাপটির সামনে এসেছে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি নতুন ক্যামেরা বাটনও যুক্ত করা যাবে। এর মাধ্যমে নতুন ছবি তুলে তা কভারে সেট করে দেওয়া যাবে।

এ ছাড়া মোবাইলের ফটো গ্যালারি থেকেও ছবি সিলেক্ট করা যেতে পারে। ইউজাররা ওই ফোন নম্বরের প্রোফাইলে ঢুকলেই কভার ছবিটি দেখতে পাবেন।


প্রথমে আইওএস বিজনেস অ্যাকাউন্ট ইউজাররা এই ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন। তবে শিগগিরই নাকি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চলে আসবে এই ফিচার। তবে ঠিক কবে ফিচারটি যুক্ত হবে, তা নিয়ে এখনো সংস্থাটির কর্তৃপক্ষ কিছু জানায়নি।

সূত্র: সংবাদ প্রতিদিন
Shohoz- লার্নিং

Shohoz- লার্নিং: বাংলাদেশের অন্যতম অফিসিয়াল নিউজ পোর্টাল; শিক্ষা, চাকুরি, ব্যবসা-বানিজ্য আর প্রযুক্তি বিষয়ক সকল সমস্যার সমাধান পেতে আমাদের সঙ্গেই থাকুন।

Post a Comment

Previous Post Next Post